আসাদুজ্জামান টিটু, রংপুর সদর প্রতিনিধি: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেছেন নবগঠিত জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলা কমিটির নেতৃবৃন্দ। আজ ১৪ জানুয়ারী বিকেলে নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে এই শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি সম্প্রতি এ কে এম মুশফিকুর রহমান-কে আহ্বায়ক এবং মো. মুহিন সরকার-কে সদস্য সচিব করে ৭৫ সদস্য বিশিষ্ট রংপুর জেলা শাখা কমিটি অনুমোদন দেয়।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির আহ্বায়ক এ কে এম মুশফিকুর রহমান ও সদস্য সচিব মো. মুহিন সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর কমিটির সভাপতি আলমগীর হোসেন জসিম এবং জেলা কমিটির যুগ্ম আহ্বায়কবৃন্দ: মো. নাহিদ হাসান শাওন, মো. আবু সুফিয়ান রিগান, মো. মামুনুর রহমান, মো. ফিরোজ, মো. ইসমাইল হোসেন সাদ্দাম, মো. কবির হাসান, মো. ওসমান গণি, মো. ইউনুস আলী, গোলাম রব্বানী, মো. হাবিবুর রহমান তুহিন, আবির হাসান আকাশ, মো. শরিফুল ইসলাম ও মো. হাবিব হোসেন।
এ সময় কমিটির সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মো. ছালিউর রহমান সৈকত, মো. ইঞ্জিনিয়ার আল-আমিন সুমন, মো. সবুজ মন্ডল, মো. আশিকুর রহমান আকাশ, মো. আরাফাত সানি, মো. মানিক মিয়া, মো. মনিরুজ্জামান জামাল, মো. নাঈম ইসলাম শিমলু, মো. বিপুল মিয়া, মো. জিত্তু মিয়া, শ্রী সুমন দাস। নারী নেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন মোছা. রেশমী আক্তার, মোছা. সিমা আক্তার, মোছা. আশা মনি, মোছা. নিশি আক্তার, মোছা. রাফিয়া জান্নাত ও মোছা. বৃষ্টি আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে পল্লীবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। নেতৃবৃন্দ এসময় পল্লীবন্ধুর আদর্শ ধারণ করে ছাত্র সমাজকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।