পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি ঃ গাইবান্ধার পলাশবাড়ীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘নাগরিক ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি ২০২৬) পলাশবাড়ী উপজেলার বিশ্বাসভিত্তিক কেন্দ্র মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা,সহিংসতা প্রতিরোধ, নাগরিকদের দায়িত্ব ও সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক চর্চা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে একাধিক অংশীজনের সমন্বয়ে পরিচালিত কর্মসূচির আওতায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং বাস্তবায়নে ছিল আন্তর্জাতিক উন্নয়নমূলক বেসরকারি সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্ট। স্থানীয়ভাবে আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), পলাশবাড়ী, গাইবান্ধা। ওয়ালীউল্লাহ বাদলের সভাপতিত্বে ও জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ও কিশোরীগাড়ী ইউপি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, বিএনপি নেতা মুকুল আহমেদ,সিপিবি সভাপতি ও এমপি প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু,পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকার,সাংবাদিক রবিউল ইসলাম, সহকারী শিক্ষক ফাহমিদা খাতুনসহ স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা-কর্মী, সাংবাদিক, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নাগরিকদের সক্রিয় ও সচেতন ভূমিকা অপরিহার্য। সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের নাগরিক সংলাপ ও মতবিনিময় সভা ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।