ট্যালির অনুমোদিত পার্টনার এনআইটি ক্রিয়েটিভ সলিউশনস বগুড়ায় তাদের নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন করেছে। এ উপলক্ষে ৪ জানুয়ারি ২০২৬ তারিখে টিএমএসএস কমিউনিটি সেন্টার, নবাববাড়ি, বগুড়া-তে একটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানটি বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সহযোগিতা ও সমর্থনে অনুষ্ঠিত হয়, এই আয়োজনটি বগুড়া অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা খাতে ট্যালির উপস্থিতি ও সহায়তা আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যালি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মি. প্রজিত কুমার দাস। এনআইটি ক্রিয়েটিভ সলিউশনস এন স্বত্বাধিকারী মোহাম্মদ ইসহাক আলী। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা ডিজিটাল ব্যবসা ব্যবস্থাপনা সমাধানের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেন এবং ট্যালিপ্রাইম-এর প্রধান বৈশিষ্ট্য ও উপকারিতা নিয়ে আলোচনা করেন। তারা জানান, ট্যালিপ্রাইম ব্যবসার দৈনন্দিন কার্যক্রমকে সহজ ও সুশৃঙ্খল করে, আইনগত ও কর সংক্রান্ত সম্মতি বজায় রাখতে সহায়তা করে এবং ডিজিটাল অর্থনীতিতে টেকসই ব্যবসা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতি ও ইতিবাচক সাড়ার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়, যা আধুনিক ব্যবসার জন্য ট্যালিপ্রাইম-এর প্রতি ব্যবসায়ীদের দৃঢ় আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটায়।