সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর গুলশানের আজাদ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বাদ আসর তারেক রহমানের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান এবং দেশের প্রতি তার ভালোবাসার কথা স্মরণ করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।এ সময় তারেক রহমানের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়। মোনাজাতে আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করা হয়, যেন তিনি বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করেন। দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লিরা মরহুম নেত্রীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।