জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ জানুয়ারি) বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডলের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহাদৎ, আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নওশাদ আলী, আওলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাসক সাইদুর রহমানসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।