দেশে একদিনে করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছ। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৮৯১ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১৫৪জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫লাখ ৭০হাজার ৮৩৫ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৫৭জন এবং এখন পর্যন্ত ১৫লাখ ৩৪হাজার ৬৩৫ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়,৮৩৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩হাজার ১৫৫টি নমুনা সংগ্রহ এবং ১৩হাজার ৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি৪লাখ ৫৮হাজার ৩৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১৮শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭০শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৮শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন পুরুষ। দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে পুরুষ মোট মারা গেলেন ১৭ হাজার ৮৫৩ জন আর নারী মারা গেলেন ১০ হাজার৩৮ জন। মৃতদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন রয়েছে। শুধু ঢাকা বিভাগের বাসিন্দা রয়েছেন ১ জন মারা যাওয়ার তালিকায় । ৭ টি বিভাগে ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। সরকারি হাসপাতালে মারা গেছেন ১জন।।