আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী বগুড়া ৭-আসনে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বগুড়া-৬ সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। ২১ ডিসেম্বর রবিবার বেলা ২টায় বগুড়া জেলা নির্বাচন কার্যালয়ে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম জেলার সিনিয়র নির্বাচন অফিসার ফজলুল করিমের নিকট থেকে উত্তোলন করেন বায়তুল মামুন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুনছুরুল হক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া -৭ এলাকার বেগম খালেদা জিয়ার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এর আগে বেলা সাড়ে ১২ টায় বগুড়া-৬ সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে থেকে মনোনয়ন পত্র উত্তোলন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট একেএম মাহবুবুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, সাবেক এমপি জি এম সিরাজ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, এডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, শেখ তাহা উদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, জেলা সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম, কে এম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, ড্যাব বগুড়া জেলা কমিটির সভাপতি ডা. শাহ মো: শাজাহান আলী, সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, এনামুল হক নতুন, এনামুল হক শাহীন, খাদেমুল ইসলাম খাদেম, জাহাঙ্গীর আলম, আবু হাসান, সরকার মুকুল, রাকিবুল ইসলাম শুভ, হাবিবুর রশিদ সন্ধান, নাজমা আক্তার, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবুল বাশার, বিএনপি নেতা আসাদুজ্জামান অটল, ফজলুল হক উজ্জ¦ল, শফিকুল ইসলাম শফিক, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, নিহার সুলতানা তিথি, ময়নুল হক বকুল, অতুল চন্দ্র দাস প্রমুখ।
মনোনয়নপত্র উত্তোলন শেষে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বগুড়া -৭ এলাকার বেগম খালেদা জিয়ার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু জানান, গাবতলী ও শাজাহানপুর আসন থেকে দেশমাতা বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন। বেগম খালেদা জিয়ার জন্য আমরা মনোনয়নপত্র উত্তোলন করলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট সময়ে মনোনয়নপত্র দাখিল কবর। বেগম খালেদা জিয়া এ আসনে টানা তিনবার নির্বাচিত হয়েছেন। এবার সবচেয়ে বেশি ভোট আমরা তাকে উপহার দিতে চাই। মানুষ তাকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। তিনি ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তিনি বগুড়া থেকে নির্বাচন করার সম্মতি দেয়ায় আমরা আনন্দিত।