পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে রবিউল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সাড়ে ১০টার দিকে উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়ার রেলগেট থেকে উত্তরে দিকে মুন্সী পাড়া নামক এলাকায় এঘটনা ঘটে। নিহত যুবক উপজেলা চেঁচড়া গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিউল সকালের দিকে আটাপাড়া রেলগেট থেকে উত্তর দিকে রেললাইনের পাশে ঘুরাফিরা করছিল। এসময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি আসলে সে ট্রেনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হোন। দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার ওসি হাবিবুর রহমান হাবিব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।