নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় র্যালী আলোচনাসভা এবং অদম্য নারীদেও সম্বর্ধনা দেয়ার মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। আজ নওগাঁ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে আযোজিত কর্মসূচীর মধ্যে বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের দপ্তর থেকে একটি র্যালী বের করা হয়। পরে জেলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক। এসময় পুলিশ সুপারের প্রতিনিধি হিসাবে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মুশফিকুর রহমান,সিভিল সার্জন ডাঃ মোঃ আমিনুল ইসলাম, সমাজ সেবা নওগাঁর উপ পরিচালক নূর মোহাম্মদ, ডিপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মুনীর আলী আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক)সাদিয়া আফরিন, নওগাঁ প্রেসক্লাবের সাবেক সভাপতি কায়েশ উদ্দিন, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল প্রমুখ। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসের আলোচনা সভা শেষে জেলা পর্যায়ে নওগাঁ সদর উপজেলার বঙ্গাবাড়ীয়া কলেজ পাড়ার শামিমা খানমকে (অর্থনৈতিক ভাবে সাফল্য আর্জন), পত্নীতলা উপজেলার কৈবর্ত্তখন্ড গ্রামের সেলিনা খানমকে (শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য আর্জন), রানীনগর উপজেলার গুয়াতা গ্রামের মোমেনা বিবিকে সফল নানী জসসী, সাপাহার উপজেলার সাপাহার গ্রামেরে উম্মে সালমা ইসলামকে নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী ও একই উপজেলার বাবুপুর গ্রামের রফিজাকে সমাজ উন্নয়নে অসামান্ন অবদান রেখেছেন যে নারী এবং নওগাঁ সদর উপজেলার চকদেব মাষ্টার পাড়া মহল্লার ছাবেরা আকতার তিথিকে নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী ও চকরামপুর মহল্লার আসমা আক্তার কেসমাজ উন্নয়নে অসামান্ন অবদান রেখেছেন যে নারী কাটাগরীর অদম্য নারী হিসাবে সম্বর্ধনা দেয়া হয়।