বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস -২০২৫ পালন করেছে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটি। এই দিবসগুলো পালন উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর ” নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ( ভূমি) পলাশ উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কাশেম চৌধুরী প্রমুখ। শেষে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে পিঠা উৎসব এবং “অদম্য নারী পুরস্কার ” শীর্ষক কর্মসূচীর আওতায় নির্বাচিত অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়।