পাবনা প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তাদের জন্য দু’দিনব্যাপী ‘ডি-নথির ব্যবহার ও বাস্তবায়ন বিষয়ক দক্ষতা উন্নয়ন’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা শনিবার সন্ধ্যায় শেষ হয়েছে। অনুষ্ঠানে অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। রিসোর্সপারসন হিসেবে কর্মশালায় প্রশিক্ষণ দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আইসিটি বিভাগের অতিরিক্ত পরিচালক মুহম্মদ নাজমুল ইসলাম ও উপ-পরিচালক দ্বিজেন্দ্র চন্দ্র দাস। সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজা। প্রশিক্ষণ ৫ ডিসেম্বর শুরু হয়ে ৬ ডিসেম্বর শেষ হয়।