ঘোড়াঘাট প্রতিনিধিঃ-দিনাজপুরের ঘোড়াঘাটে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা চত্বরের সামনে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি ঘোড়াঘাটের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দপ্তরের শতাধিক সরকারি কর্মচারী অংশ নেন। মানববন্ধনে সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ্ মোহাম্মদ আবদুর রেজা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা আর্থিক বৈষম্য, মূল্যস্ফীতি ও বর্তমান বাজার পরিস্থিতির চাপে ন্যায্য বেতনের অভাবে কষ্ট করে জীবনযাপন করছেন। তাই দ্রুত নবম পে-স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। বক্তারা আরও বলেন, সরকারি কর্মচারীদের বেতন কাঠামো যুগোপযোগী না হলে কর্মপরিবেশ ও সেবার মানও বাধাগ্রস্থ হবে। মানববন্ধনে অন্যান্য নেতৃবৃন্দ জানান, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে নিজেদের দাবি জানানোই তাদের লক্ষ্য। তারা সরকারের সংশি¬ষ্ট মন্ত্রণালয়ের কাছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান। তারা আরও বলেন, দাবি পূরণ না হলে তারা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করছে। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি এবং সাধারণ কর্মচারীরা উপস্থিত ছিলেন। শেষে উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিনের হাতে প্রধাান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।