জয়পুরহাট প্রতিনিধি: মেধা যাচাই এবং শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে জয়পুরহাটে কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর’২৫ শুক্রবার সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত জয়পুরহাট শহরের কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে এই পরীক্ষায় নার্সারী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫২০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছে। আয়োজকরা জানায়, এই পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং প্রতিযোগিতামূলক পরিবেশে তাদের দক্ষতা যাচাইয়ে সাহায্য করবে। সেই সঙ্গে পাঠ্য পুস্তক ভিত্তিক দক্ষতা যাচাইয়ের লক্ষ্যে প্রতি বছর এই বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়। জয়পুরহাট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো: সালাউদ্দীন ও সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন ইমন বলেন- যেহেতু সরকারি ভাবে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নেই, তাই তারা এই ধরনের বৃত্তি পরীক্ষার আয়োজন করেছেন। ৩টি বিষয়ের উপড় বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। ফল প্রকাশের পর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হবে। এদিকে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা রক্ষায় অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত থেকে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন। নকল মুক্ত ও শান্ত পরিবেশে পরীক্ষা দিতে পেরে সন্তোস প্রকাশ করেছে শিক্ষার্থীরা।