মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : সাংবাদিকদের সাথে নওগাঁ-৩(মহাদেবপুর-বদলগাছী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল মতবিনিময় করেছেন। গত শনিবার সন্ধ্যায় মহাদেবপুর ডাকবাংলোর হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় ফজলে হুদা বাবুল উপস্থিত সাংবাদিকদের নিকট থেকে মহাদেবপুরের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো সমাধানের আশ^াস দেন। তিনি এ আসনকে সন্ত্রাস ,দূর্নীতি ও মাদক মুক্ত করার ঘোষণা দেন এবং কর্মমুখী শিক্ষার প্রসারে একটি বিশ^মানের টেকনিক্যাল ইন্সটিটিউট করার পরিকল্পনার কথা জানান। এ সময় উপজেলা কৃষক দলের সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুন, সহসভাপতি হারুনুর রশিদ রাজু, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, জাহাঙ্গীরপুর সরকারী কলেজের সাবেক ভিপি মো: এনামুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে একই স্থানে বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন।