কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধু’র বাংলাদেশ’ এ প্রতিপাদ্য’কে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে নানা কর্মসূচি মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস অনুষ্টিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজলে যুব উন্নয়ন অধিদপ্তর উদ্যোগে উপজেলার পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলার যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা সুশান্ত কুমার ঘোষ-এর সঞ্চালনায় কালাই উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. হেলার উদ্দিন। বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই পৌরসভার মেয়র মোছা.রাবেয়া সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা একেএম রওশন আলম, কালাই সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. আজিজার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা মুনীষ চৌধুরী প্রমুখ। জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো- অপ্রাতিষ্টানিক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন, যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।