পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশা মশিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহমানকে বিদায় সংবর্দ্ধনা দেওয়া হয়েছে। সোমবার সংশ্লিষ্ট বিদ্যালয় ম্যানেজিং কমিটির আয়োজনে ওই বিদায় সংবর্দ্ধনা দেওয়া হয়। বিদ্যালয় প্রাঙ্গণে ম্যানেজিং কমিটির সভাপতি তাজামুল হক শাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্দ্ধনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা। বিশেষ অতিথি ছিলেন ছাওড় ইউপির সাবেক চেয়ারম্যান নজির উদ্দিন শাহ্, সদস্য খালেকুজ্জামান মোল্লা, ম্যানেজিং কমিটির সদস্য আমিন উদ্দিন শাহ্ ও আব্দুল করিম শাহ্। অন্যান্যের মধ্যে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন শাহ্, সহকারি প্রধান শিক্ষক আবুল কালাম শাহ্, কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক শাহ্, ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম শাহ্ সহ গণ্যমান্য ব্যক্তি ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।