বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ -২০২১ এর শুভ উদ্বোধন হয়েছে। ৩০ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় বদলগাছী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র – ছাত্রীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়াইয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ -২০২১ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কানিস ফারহানা, হাসপাতালের স্বাস্থ্য কর্মী এবং বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকা গণ উপস্থিত ছিলেন। শেষে উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন।