আজাদুল ইসলাম, মহাদেবপুর ( নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে চলতি মৌসুমের রোপা আমন ক্ষেতে ব্যাপকভাবে কারেন্ট (বাদামি গাছ ফরিং) পোকার অক্রমণ দেখা দিয়েছে। এতে রোপা আমনের উৎপাদন ব্যহত হওয়ার আশংকা দেখা দিয়েছে। শত চেষ্টা করেও কারেন্ট পোকা দমন করতে না পারায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। গতকাল রবিবার উপজেলার খাজুর, গাহলী, মির্জাপুর সহ বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, কারেন্ট পোকার আক্রমণে অনেক জমির রোপা আমন ধানের গাছ মরে গেছে। কৃষকরা অভিযোগ করে বলেন, ধানের এ অবস্থায় কৃষি অফিসের কোন সহযোগিতা বা পরামর্শ পাচ্ছেন না বাধ্যহয়ে কীটনাশক কোম্পানীর প্রতিনিধি ও দোকানদারদের পরামর্শে জমিতে কীটনাশক প্রয়োগ করছেন তারা। খাজুর গ্রামের কৃষক ফারুখ হোসেন বলেন, যে জমিতে কারেন্ট পোকা আক্রমণ করছে সে জমির ধানের সবুজ পাতা লাল হয়ে দুই এক দিনের মধ্যেই মরে যাচ্ছে, কোন কীটনাশক দিয়েই কাজ হচ্ছে না। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুসাইন মুহাম্মদ এরশাদের সাথে যোগাযোগ করা হলে কারেন্ট পোকার আক্রমণের কথা স্বীকার করে তিনি বলেন, আবহাওয়ার কারণে এবার কারেন্ট পোকার প্রার্দুভাব দেখা দিয়েছে তবে মোট উৎপাদনে তেমন প্রভাব পড়বে না। কারেন্ট পোকা দমনে কৃষকদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেয়া হচ্ছে বলেও জানান তিনি।