বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর সকাল ১০ টায় বদলগাছী থানা চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। এর পর থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলেচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার ( মহাদেবপুর সার্কেল) এটিএম মাইনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, কমিউনিটি পুলিশিং সভাপতি মুক্তিযোদ্ধা দেওয়ান আব্দুর রহিম বাবলু, কমিউনিটি পুলিশিং সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।