মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুরে এক সপ্তাহের ব্যবধানে অস্বাভিকভাবে বেড়েছে সবজির দাম। সবজির এই বাড়তি দামে নাভিশ^াস উঠছে ক্রেতাদের। গতকাল বুধবার উপজেলা সদরের সবজি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে গত এক সপ্তাহে প্রকার ভেদে সবজির দাম কেজিতে ২০ টাকা থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। এক সপ্তাহ আগের ৮০ টাকা কেজির বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। একইভাবে ৪০টাকা কেজির পটল ৬০ টাকা, ৫০ টাকা কেজির মুলা ৬৫ টাকা, ৯০ টাকা কেজির টমেটো ১২০টাকা , ৩৫ টাকা কেজির কচুর বই ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাচাঁ মরিচের দাম। ১৫০ টাকা কেজির কাচাঁ মরিচের দাম কেজিতে ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। সবজি বাজারের খুচরা বিক্রেতা মাসুদ হোসেন বলেন সবজির সরবরাহ হ্রাস পাওয়ায় সবজির দাম বৃদ্ধি পেয়েয়ে। সবজি কিনতে আসা শিবরামপুর গ্রামের নয়ন বলেন, এভাবে সপ্তায় সপ্তায় সবজির দাম বাড়তে থাকলে স্বল্প আয়ের মানুষেরা সবজিও কিনতে পারবে না। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে এ উপজেলায় এবার ৭১৫ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুসাইন মুহাম্মদ এরশাদ বলেন, অতি বৃষ্টিতে অনেক স্থানে সবজির ক্ষেত নষ্ট হওয়ায় সবজির দাম বাড়ছে।