জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বগুড়ার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের রবিবারের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ধুনট উপজেলা ট্রাইবেকারে৩ -০ গোলে শিবগঞ্জ উপজেলাকে পরাজিত করেছে । নির্ধারিত সময়ের খেলা ০-০ গোলে ড্র ছিল । উভয় দল আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে খেলা হলেও কোন দলই নির্ধারিত সময়ে গোল করতে পারে নাই । ফলে ট্রাইবেকারে ধুনট উপজেলা৩ -০গোলে শিবগঞ্জ উপজেলাকে পরাজিত করে । খেলাটি পরিচালনা করেন মমিন জুয়েল তাকে সহযোগিতা করেন জুবায়ের ,আবু রায়হান ও বাবু। ম্যান অব দ্যা ম্যাচ ধুনট উপজেলার গোলরক্ষক রকি । জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাহিন প্রমুখ । আগামী ৭ অক্টোবর খেলা বগুড়া সদর উপজেলা বনাম ধুনট উপজেলা।