জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বগুড়ার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মঙ্গলবার এর খেলায় বগুড়া সদর উপজেলা ১-০ গোলে নন্দীগ্রাম উপজেলাকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে । বগুড়া সদরের পক্ষে বিদেশি রিক্রুট ওমর শাহ৫৫ মিনিটে জয় সূচক গোল করেন। খেলাটি পরিচালনা করেন মমিন জুয়েল তাকে সহযোগিতা করেন মুক্তার ,লিওন ও জাহাঙ্গীর । ম্যান অব দ্যা ম্যাচ বগুড়া সদর উপজেলার শাওন। জুলাই শহীদ আব্দুল মান্নান এর পুত্র রায়হান সরকার ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাহিন ,মাকসুদুল আলম বুলবুল ,আতিক প্রমুখ । আগামীকাল বুধবারের খেলা নন্দীগ্রাম উপজেলা বনাম আদমদিঘী উপজেলা।