বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলে হুদা আকন্দ বাবুল, থানার অফিসার ইনচার্জ মোঃ আনিছুর রহমান, জামায়াত নেতা মোঃ জাহাঙ্গীর আলম, বালুভরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আল এমরান হোসেন, মডেল মসজিদের ইমাম মাওলানা নাবিল ইমাম, পূজা উদযাপন পরিষদের বাসুদেব সাহা প্রমুখ। উক্ত সভায় সমাজে সকল শ্রেণী পেশার মানুষের মাঝে সম্প্রীতি বজায় রাখতে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানানো হয়।