সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ সারিয়াকান্দিতে আব্দুল মান্নান মেমোরিয়াল ক্লাব এন্ড স্পোর্টস একাডেমির আয়োজনে আব্দুল মান্নান প্রিমিয়ার লীগ (সিজন-২) ক্রিকেট টুর্ণামেন্টের উদ্ভোধন করা হয়েছে । এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া, পৌর মেয়র মতিউর রহমান মতি, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান। খেলা পরিচালনা কমিটির সভাপতি মামুন জিয়াউল হক রতনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, খেলা পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক রাজিয়া সুলতানা ইতি। ৬টি দল নিয়ে অনুষ্ঠিত উক্ত প্রিমিয়ার লীগ এর উদ্বোধনী খেলায় অংশ নেয় শহিদ মুক্তিযোদ্ধা মুন্টু স্মৃতি সংসদ এবং ব্রাদার্স কিংস । পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সাহাদারা মান্নান এমপি ।