দেশের ক্রীড়াঙ্গনে যতখানি সুবাতাস, তার সবটাই বলা যায় নারী ফুটবল দলকে ঘিরে। সদ্যই নারী জাতীয় দল নিশ্চিত করেছে এশিয়ান কাপের মূলপর্ব। এবার সাফ নারী অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপেও পেল শুভ সূচনা। সাফ নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শুক্রবার (১১ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। যেখানে লঙ্কান নারীদের ৯-১ গোলে হারিয়ে দিয়ে জানান দিলো নিজেদের আগমনী বার্তা। গোল উৎসবের মাঝে হ্যাটট্রিক করেছেন সাগরিকা। মুনকি আক্তার করেন দু’ গোল। এছাড়া একটি করে গোল করেছেন স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি মার্ডি। সদ্য সমাপ্ত এশিয়ান কাপ বাছাইয়ে খেলা জাতীয় দলের আটজনকে নিয়ে আজ শুরুর একাদশে সাজান বাংলাদেশ কোচ পিটার বাটলার। যার প্রভাব প্রথম মিনিট থেকেই টের পায় শ্রীলঙ্কা। খেলার দ্বিতীয় মিনিটেই বাংলাদেশকে গোল এনে দেন স্বপ্না রানী। ১৯ বছর বয়সী মিডফিল্ডার গোলটি করেন সরাসরি ফ্রি-কিক থেকে। দ্বিতীয় গোল আসতে সময় লাগেনি। তিন মিনিট পরই দ্বিতীয় গোল পেয়ে যান আফিদা খন্দকাররা। এবার একাই প্রতিপক্ষের রক্ষণ চুরমার করে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেয় বাংলাদেশ। ৩৭ মিনিটে ডান দিক থেকে সিনহা জাহানের বাড়ানো ক্রসে আলতো শটে সাগরিকা করেন দলের তৃতীয় গোল। ৩৮ ও ৪৫ মিনিটে আরো দু’বার জালে বল জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়।বিরতির পর আরো আগ্রাসী বাংলাদেশ। গুনে গুনে আরো ছয়বার গোল উদযাপন করে দল। ৪৮ মিনিটে যার শুরু, বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠা সাগরিকার পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন মুনকি। তাতে এক মিনিট পর শান্তি মার্ডির লম্বা ক্রস ধরে বল জালে পাঠান সিনহা। ৫২ মিনিটে বন্যার পাস ধরে চমৎকার ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করেন সাগরিকা। বাংলাদেশ এগিয়ে যায় ৬-০ ব্যবধানে। তৃতীয় গোলের দেখা পেতে মাত্র ৬ মিনিট সময় বেন সাগরিকা। পূজা দাসের বাড়ানো বল জালে জড়িয়ে ৫৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। ৮৫ মিনিটে স্কোরলাইন ৮-০ করেন রুপা আক্তার। বক্সের মাঝে জটলার ভেতর থেকে স্কোরলাইনে নাম লেখান তিনি। তবে যোগ করা সময়ে পাল্টা আক্রমণ থেকে জাসোথারান লায়নসিকা শ্রীলঙ্কার হয়ে একমাত্র গোলটি করেন। যদিও এর পরপরই শান্তি মার্ডি বাংলাদেশকে উপহার দেন নয় নম্বর গোল। বাংলাদেশ জিতেও যায় ৯-১ গোলে।
উল্লেখ্য, পাঁচটি দেশকে নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে ভারত নাম প্রত্যাহার করায় নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানকে নিয়ে শুরু হয়েছে এবারের সাফ নারী অনুর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপ আসর। নতুন ফরম্যাট অনুযায়ী প্রতিটি দল একে অপরের সাথে দু’বার করে মুখোমুখি হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ১৩ জুলাই, নেপালের বিপক্ষে। এরপর ১৫ ও ১৭ জুলাই টানা দু’ ম্যাচে প্রতিপক্ষ হবে ভুটান। ১৯ জুলাই আবারও শ্রীলঙ্কা ও শেষ ম্যাচ ২১ জুলাই, টাইগ্রেসদের প্রতিপক্ষ নেপাল।