মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বৃহস্পতিবার (১০ জুলাই) সারা দেশের ন্যায় রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসির ফলাফল প্রকাশ হয়েছে। এবার পাশের হার ৭৭ দশমিক ৬৩ ভাগ। এ বছর গত ৬ বছরের মধ্যে এই প্রথম ৮০ ভাগের নিচে পাশের হার নেমে এসেছে। তবুও সারা দেশের ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে পাশের হারের দিক থেকে প্রথম হয়েছে। এ বছর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। সে ক্ষেত্রে এবার জিপিএ ৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন। এর আগের বছর জিপিএ ৫ ছিল ২৮ হাজার ৭৪ জন। রাজশাহী শিক্ষা বোর্ড সূত্র মতে, এ বছর এসএসসি পরীক্ষায় মোট শিক্ষার্থী ছিল এক লাখ ৮২ হাজার ৭৯২ জন। তাদের মধ্যে উপস্থিত ছিল এক লাখ ৮০ হাজার ৩১০ জন। এর মধ্যে এ বছর পাশ করেছে এক লাখ ৩৯ হাজার ৯৩০ জন। সেই হিসেবে গড় পাশের হার গিয়ে দাঁড়িয়েছে ৭৭ দমশিক ৬৩ ভাগ। সেখান থেকে জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন। প্রতিবারের মতো এবারও পাস ও জিপিএ-৫ প্রাপ্তোর দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। এবার মেয়েদের পাসের হার ৮২ দশমিক ০১ শতাংশ। আর ছেলেরা পাস করেছে ৭৩ দশমিক ৬৪ শতাংশ। এছাড়াও জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৯৬২ ছাত্রী। আর জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৩৬৫ জন ছাত্র। এর আগে গত বছর রাজশাহীতে এসএসসিতে পাশের হার ছিল ৮৯ দশিমক ২৬, আগের বছর ২০২৩ সালে ছিল ৮৭ দশমিক ৮৯, আগের বছর ২০২২ সালে ছিল ৮৫ দশমিক ৮৮, তার আগের বছর ২০২১ সালে ছিল ৯৪ দশমিক ৭১, তার আগের বছর ২০২০ সালে ছিল ৯০ দশমিক ৩৭ এবং তার আগের বছর ২০১৯ সালে পাশের হার ছিল ৯১ দশমিক ৬৪ ভাগ। যা গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন। এদিকে, গত ছয় বছরের মধ্যে চলতি বছর এসএসসি পরীক্ষার্থীর সংখ্যাও রেকর্ড পরিমাণ কম ছিল। এবার মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮২ হাজার ৭৯২ জন। যা গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৮০ হাজার ৩১০ জন। পরীক্ষার আগেই ঝরে পড়েছে ২ হাজার ৪৮২ জন শিক্ষার্থী। রাজশাহী শিক্ষা বোর্ডের দেওয়া তথ্যে অনুযায়ী, গত বছর ২০২৪ সালে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৮৫৩ জন, ২০২৩ সালে ছিল ২ লাখ ৬৩০ জন, ২০২২ সালে ছিল ১ লাখ ৯৭ হাজার ৩১৪ জন, ২০২১ সালে ছিল ২ লাখ ৮ হাজার ৭৯৭, ২০২০ সালে ২ লাখ ১ হাজার ২২৯ জন এবং ২০১৯ সালে ছিল ২ লাখ ৪ হাজার ৮৩৫ জন। এ বছরও ছাত্রদের চেয়ে ছাত্রী পাশের হার রাজশাহী শিক্ষা বোর্ডে বেশি। এ বছর ছাত্রী পাশের হার হলো ৮২ দশমিক এক ভাগ। সেখানে ছাত্র পাশের হার ৭৩ দশমিক ৬৪ ভাগ। তবে এ বছর পাশের হার ছিল শূন্য। তবে শতভাগ পাশের হার গত ৬ বছরের মধ্যে রেকর্ড অর্ধেকেরও নিচে দাঁড়িয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডে এ বছর ২ হাজার ৬৯০ টি স্কুল থেকে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিলেও শতভাগ পাশকৃত স্কুলের সংখ্যা হলো মাত্র ৯৯টি। অথচ গত বছর ২০২৪ সালে ২ হাজার ৬৮৫টি স্কুলের মধ্যে শতভাগ ছিল ২৬৬টি, ২০২৩ সালে ২ হাজার ৬৮১টি স্কুলের মধ্যে শতভাগ ছিল ২৬৫টি, ২০২২ সালে ২ হাজার ৬৭৮টি স্কুলের মধ্যে শতভাগ ছিল ২৭০টি, ২০২১ সালে ২ হাজার ৬৬৭টি স্কুলের মধ্যে শতভাগ ছিল ২৬৮টি, ২০২০ সালে ২ হাজার ৬৫২টি স্কুলের মধ্যে শতভাগ ছিল ২৬০টি এবং ২০১৯ সালে ২ হাজার ৬৬৪টি স্কুলের মধ্যে শতভাগ ছিল ২৫৬টি।