বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা ঃ সুইস হেলভেটাস ইন্টারন্যাশনারের সহায়তায় ডেমক্রেসিওয়াচ অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের অধিনে বিরামপুরে বিভিন্ন পর্যায়ে নারী নেটওয়ার্কের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিরামপুর কৃষি ট্রেনিং সেন্টারে সোমবার (২৫ অক্টো:) উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা তথ্য ও প্রযুক্তি অফিসের সহকারী প্রোগ্রামার আফিজার রহমান, ডেমক্রেসিওয়াচ’র দিনাজপুর জেলা সমন্বয়কারী কামরুজ্জামান, বিরামপুর উপজেলা সমন্বয়কারী আরিফা খাতুন, জোলাগাড়ি কুঠির শিল্প মহিলা সমিতির সভানেত্রী সাদিয়া ইসলাম, হাবিবপুর মহিলা ও দুস্থ্যমাতা সমিতির সভানেত্রী আর্জিনা বেগম, অপরাজিতা সুশান্না রানী, জেসমিন আকতার রিভা ও বিউটি আরা বেগম। এতে উপজেলার সকল ইউনিয়নের নির্বাচিত ও অনির্বাচিত নারী প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।