স্টাফ রিপোর্টার (বগুড়া) ঃ শুক্রবার ১৩ জুন-২৫ বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল স্টেডিয়াম খান্দারে চায়নাবার নক-আউট ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। বগুড়া সদরের পাওয়ার হাউস অফ সূত্রাপুর ক্লাব এর আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক ও বগুড়া শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক মনজু। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মনোয়ারুল ইসলাম, সাখাওয়াত হোসেন আপেল, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, সাবেক এমপি লালুর নাতি সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ, বগুড়া আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল শাখার যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সোহাগ সহ ফুটবল টুর্নামেন্ট কমিটির নেতৃবৃন্দ প্রমূখ। খেলায় মালগ্রাম জুনিয়ার স্পোর্টস ক্লাব বনাম বন্ধু স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করলে ২গোলে বন্ধু স্পোর্টিং ক্লাব বিজয়ী হন। শেষে অতিথিবৃন্দ বিজয়ী দল বন্ধু স্পোর্টিং ক্লাবের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন।