কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ জয়পুরহাটের কালাইয়ে কিডনি বিক্রি ও কিডনি পাচার রোধকল্পে জনসচেতনতামূলক মতবিনিময়সভা অনুষ্টিত হয়েছে। শনিবার বেলা ১২ টায় মাত্রাই উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এই জনসচেতনতামূলক মতবিনিময়সভা অনুষ্টিত হয়। উক্ত কিডনি বিক্রি ও কিডনি পাচার রোধকল্পে জনসচেতনতামূলক সভায় উপজেলার কৃষি কর্মকর্তা মোছা. নীলিমা জাহানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। অন্যান্যমধ্যে বক্তব্য রাখেন, কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুন ফেরদৌস, কালাই থানা অফিসার ইনচার্জ সেলিম মালিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইতিয়ারা পারভিন, উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিক্যাল অফিসার ডা.শাহিন রেজা, জেলা পরিষদের সদস্য ও মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ কাদের, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মোছা.রতœা রশিদ ও মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো.তাপস প্রমূখ। এসময় সংবাদিক এলাকার শিক্ষক, জনপ্রতিনিধি, ইমামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।