পাবনা প্রতিনিধি: ’নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় তিনদিনব্যাপি ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভার উদ্ধোধন করা হয়েছে। রবিবার (২৫ মে) সকালে পাবনা জেলা প্রশাসকের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় সদর উপজেলা ভূমি অফিসে এই মেলা উদ্ধোধন করা হয়। মেলার শুরুতেই অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। পরে ভূমি অফিসের সামনে থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় জনসচেতনতামূলক সভা। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মনিরা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম, ইসলামী আন্দোলন পাবনা জেলার প্রধান উপদেষ্টা ও কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক মো: আরিফ বিল্লাহ, গণ অধিকার পরিষদের পাবনা জেলার সভাপতি জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রেজিনূর রহমান। বক্তারা বলেন, ভূমি উন্নয়ন সেবা গ্রহিতাদের ভূমি উন্নয়ন কর প্রদান করে নিজের জমিকে সুরক্ষিত রাখতে হবে। দেশের ভূমি সেবা ডিজিটালাইজ হয়েছে, জমির মালিক নিজের জমি অনলাইনে খাজনা খারিজ প্রদান করছে। এতে করে গ্রাহক ঘুষ লেনদেন ছাড়াই ভূমি সেবা পাচ্ছে। এছাড়া তিনদিনব্যাপী মেলায় সচেতনামূলক সেমিনার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।