মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় আমির চরমোনাই’র পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, অবৈধ সম্পদ অর্জনকারীদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে এবং তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। গতকাল দুপুরে মহাদেবপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতির পদ্ধতিতে করতে হবে। স্বাধীনতার পর থেকে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা কেউই জনগণকে স্বাধীনতার প্রকৃত সুখ দিতে পারেননি। স্বাধীনতার প্রকৃত সুফল এবং ইসলামী হুকুমত কায়েমের জন্য আগামীতে সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে থাকার আহবান জানান। ইসলামী আন্দোলন মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মুহাম্মাদ আশরাফুল ইসলাম, সেক্রেটারী মুহাম্মাদ শহিদুল ইসলাম, সিনিয়র সদস্য হাফেজ মাওলানা মো. উমর আলী, নওগাঁ জেলা শাখার যুগ্ম সেক্রেটারী প্রভাষক মো. দেলোয়ার হোসেন, মহাদেবপুর উপজেলা শাখার সেক্রেটারী মুফতি মা’আরিফুল, বাংলাদেশ মুজাহিদ কমিটির মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদের ফারুকী, ইসলামী যুব আন্দোলন মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি মো: শাহিন আলম, সেক্রেটারী মুফতি যুবায়ের আহম্মেদ ফারুকী, উপদেষ্টা নাসির বীন আসগর প্রমুখ।