আজাদুল ইসলাম, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বোরোর ভাল ফলন ও দাম পেয়ে খুশি কৃষকরা। উপজেলায় চলতি মৌসুমে বোরো ধান কাটা মাড়াই এর কাজ পুরো দমে শুরু হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান কাটা, ঘরে তোলা ও মাড়াই এর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অন্যান্য বছরের তুলনায় এবার ধানের ফলন ভাল হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। শিবরামপুর গ্রামের কৃষক মো: মোতাহার হোসেন জানান, তিনি এবার ৫ বিঘা জমিতে বোরো চাষ করেছেন, বিঘা প্রতি (৩৩ শতক) ২৫ থেকে ২৬ মন হারে ধান উৎপাদন হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে উপজেলায় এবার ২৮ হাজার ২’শ ৫৫ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২৮ হাজার ৩শ ৫৫ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। বোরো চাষে প্রণোদনা দেওয়ায় এই উপজেলায় এবার বোরো চাষের পরিধি বেড়েছে বলে মনে করছে স্থানীয় কৃষি বিভাগ। চলতি বছর ধানের ভাল ফলনের পাশাপাশি কাটা মাড়াই মৌসুমের শুরুতেই ধানের দামও রয়েছে ভাল। গতকাল বৃহস্পতিবার উপজেলা সদর, ছাতিয়ানতলী, গাহলীসহ বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে প্রতি মণ জিরা ধান ১৩’শ ৪০ থেকে ১৩’শ ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে পার্শ্ববর্তী নিয়ামতপুর উপজেলার ছাতরা হাটে ধানের দাম আরো বেশি বলে জানা গেছে। সাগরইল, মির্জাপুর গ্রামের কৃষক মো: শহিদুল ইসলাম জানান ছাতরা হাটে তিনি ১৩’শ ৮০ টাকা মণ দরে ধান বিক্রি করেছেন। ধানের দাম এ রকম থাকলে ধান চাষ এবার লাভজনক হবে বলে মনে করছেন কৃষকরা। উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ বলেন, সঠিক পরিচর্যা ও আবহাওয়া অনুকূলে থাকায় এবার ধানের উৎপাদন ভাল হয়েছে।