মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে প্রেমিকার ঘরে আপত্তীর অবস্থায় মোঃ রাকিব হোসেন (২৬), নামের এক পুলিশ সদস্য আটক করেছে স্থানীয়রা। পরে কাজি ডেকে ২লাখ টাকা দেনমোহরানা বেঁধে তার বিবাহ্ সম্পন্ন হয়েছে। সোমবার দুপুর ২টায় মহানগরীর বোয়ালের মডেল থানার শেখের-চক পাচানিমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। আটক পুলিশ সদস্য মোঃ রাকিব হোসেন বিপি নং-০৩২৩ ২৪৭০৩৮ আরএমপি পুলিশ লাইন (সারদা একাডেমিতে পেষনে কর্মরত)। তিনি বগুড়া জেলার তাহেরপুর গ্রামের মহসিনের ছেলে। প্রেমিকা মোসাঃ তানিয়া (২৪), তিনি বোয়ালের মডেল থানার শেখের চক পাঁচানী মাঠ এলাকার মোঃ আব্দুল জব্বারের মেয়ে। স্থানীয়রা জানায়, এক সন্তানের জননী প্রেমিকা তানিয়ার বাড়িতে দীর্ঘদিন যাবত পুলিশ সদস্য রাকিব হোসেন যাতায়াত করতেন।
এরই ধারাবাহিকতায় সোমবার (২৮ এপ্রিল) দুপুরে পুলিশ সদস্য তানিয়ার ঘরে প্রবেশ করেন। দীর্ঘ সময় ওই বাড়িতে অবস্থান করায় স্থানীয়দের সন্দেহ্ হলে স্থানীয়রা তানিয়ার বাড়িতে প্রবেশ করেন। এ সময় তারা দেখেন তানিয়ার শয়নকক্ষের ভেতর থেকে আটকানো। পরে তারা জালানার ছিদ্র দিয়ে উঁকি দিয়ে দেখতে পান, তানিয়া এবং পুলিশ সদস্য রাকিব বিবস্ত্র এবং অনৈতিক কর্মকান্ডে লিপ্ত। ওই সময় ক্ষুদ্ধ হয়ে স্থানীয়ারা ঘরের দরজা ভেঙ্গে শয়নকক্ষে প্রবেশ করে তাদের আটক করেন। সারাদিন হৈ হুল্লার পর। রাত ১১টার দিকে কাজি ডেকে তাদের বিবাহ্ সম্পন্ন করেন স্থানীয়রা। এ ব্যপারে জানতে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মোস্তাক আহমেদকে ফোন দেয়া হয়। তবে তিনি বিষয়টি জানেন না বলে এড়িয়ে যান।