বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে ইসলামের দুশমন ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে এবং আল- আকসা মসজিদ পুনরুদ্ধার ও ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থনে ওলামা মশায়েখ এবং সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল টি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ইমাম – মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা আইয়ুব হোসনে , মাওলানা ইলিয়াস হোসেন, মাওলানা রেজাউল করিম প্রমুখ। বক্তাগণ ইসরাইলের অযাচিত ধ্বংসাত্মক কার্যক্রমের প্রতিবাদে মুসলিম বিশ্বের সকলকে এক হওয়ার আহবান জানান। পবিত্র মসজিদ আল- আকসাকে দখলমুক্ত করে মুসলমানদের জন্য স্বাধীন ভাবে ইবাদতের জন্য উন্মুক্ত করার জন্যও মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। সেই সাথে ইসরাইল সহ ইহুদি – নাসারাদের তৈরি সকল প্রকার পণ্য বর্জনের জন্য সকল মুসলমানদের প্রতি আহবান জানান।