শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, মরহুম আরাফাত রহমান কোকো, জয়পুরহাট জেলার প্রয়াত নেতা-কর্মীদের স্মরণে ও কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর বিএনপি’র বিগত ১৭ বছরে গণতান্ত্রিক আন্দোলনে সাহসী ভূমিকা রাখায় অবদানের স্বীকৃতির জন্য নেতা-কর্মীদের কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সাহসী সম্মাননা ২০২৫ প্রদান উপলক্ষে ২৩শে মার্চ রবিবার দোয়া ও ইফতার মাহফিল মামুদপুর চৌমুহনী বাজার কেজিস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়া ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। কালাই ক্ষেতলাল আক্কেলপুর বিএনপির ও অঙ্গ সংগঠনের আয়োজনে জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ বাবু’র সভাপতিত্বে এবং ক্ষেতলাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি’র সঞ্চালনায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোঃ আব্বাস আলী’র ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট -২ আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম, জয়পুরহাট জেলা বিএনপি আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব, আক্কেলপুর পৌর বিএনপি সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র বাদশা চৌধুরী, আক্কেলপুর পৌর বিএনপির সাবেক সভাপতি এম কেরামত আলী সহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ।
শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এর পূর্বে ১৭ বছরে গণতান্ত্রিক আন্দোলনের সাহসী ভূমিকা রাখায় দলীয় নেতা-কর্মীদের মাঝে সাহসী সম্মাননা-২০২৫ইং (সম্মাননা ক্রেস্ট) প্রদান করা হয়।