বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নে অবস্থিত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত পাহাড়পুর বৌদ্ধ বিহার ও জাদুঘর পরিদর্শন করেছেন চীনের পর্যটন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং জাতীয় সংস্কৃতি ঐতিহ্য প্রশাসনের প্রধান এইচ.ই.লি. কুউন। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে চীন ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক বিনিময় ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে চীনের পর্যটন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী এইচ.ই.লি.কুুউন এর নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত পাহাড়পুর বৌদ্ধ বিহার ও জাদুঘর পরিদর্শন করেছেন। এসময় নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোঃ সাইফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি, জাদুঘরের কাস্টোডিয়ান মুহাম্মদ ফজলুল করিম সহ প্রশাসন ও পুলিশের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।