পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ ” অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য বিয়ষকে ধারন করে জয়পুরহাটের পাঁচবিবিতে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ মার্চ শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন। বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ তদন্ত ইমায়েদুল জায়েদী, বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আখতার চৌধুরী, পামডোর নির্বাহী কর্মকর্তা হৈমন্তী সরকার, নারী উদ্যোক্ত হিরা খাতুন, ছাত্র প্রতিনিধি আল আমিন ফকির, ফারজানা আক্তার প্রমুখ। এর আগে একটি র্যালী উপজেলা পরিষদ চত্বর প্রদিক্ষণ করেন।