বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালন করেছে উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। ” অধিকার, সমতা,ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সকাল ১১ টায় একটি র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। অন্যান্যদের মাঝে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান, সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, তথ্য আপা সন্ধ্যা লিন্ডুয়ার, নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।