মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: দেশের সকল সেক্টরে নির্বাহী ক্ষমতাসহ নিয়োগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা কেন্দ্রিকতা বন্ধ এবং বিকেন্দ্রীকরণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এলাকায় রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা।এ সময় শিক্ষার্থীরা “ঢাকা না রংপুর, রংপুর রংপুর”, “ঢাকা না কুমিল্লা, কুমিল্লা কুমিল্লা”, “ঢাকা না রাজশাহী, রাজশাহী রাজশাহী”, “ঢাবি না রাবি, রাবি রাবি” স্লোগান দেন। বুধবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় রেলপথ অবরোধ করে স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীরা বলেন, ইউজিসি থেকে শুরু করে উপদেষ্টা নিয়োগে সব জায়গায় ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য। ঢাকা কেন্দ্রিকতার বাইরে সারাদেশে নিয়োগের সমতা চাই। এই বাংলাদেশকে ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকতা থেকে মুক্তি দিতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, “আমরা এ আধিপত্য মানি না। আমরা পিএসসি থেকে শুরু ইউজিসি পর্যন্ত সব কিছুর পুনর্গঠন চাই।” রেল বিভাগ জানিয়েছে, দুপুর ২টার আগে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া কিংবা ছেড়ে আসা কোনো ট্রেন পথিমধ্যে নেই। তবে অবরোধ শেষ হলে রেল চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা হবে না। এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।