শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো। বৃষ্টির কারণে পরিত্যক্ত হলো চ্যাম্পিয়নস ট্রফির ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ। বৃষ্টির কারণে ম্যাচটিতে টসও হয়নি। ম্যাচের ভেন্যু রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এদিন দুপুর থেকেই বৃষ্টি হচ্ছিল। একবার বৃষ্টি থামায় মাঠ পরিচর্যার কাজ শুরু হয়। যদিও কিছুক্ষণের মধ্যে পুনরায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হওয়ায় আর কাভার তোলা হয়নি। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুদল একটি করে পয়েন্ট পেয়েছে। নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে চ্যাম্পিয়নস ট্রফি থেকে সবার আগে বিদায় নেয় বাংলাদেশ ও পাকিস্তান। তাই আজকের ম্যাচটি কেবলমাত্র নিয়মরক্ষার ছিল তাদের জন্য। যদিও নিয়রক্ষার ম্যাচটিতে একটি বলও মাঠে গড়াল না। তাই সান্তনা হিসেবে একটি করে পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ ও আফগানিস্তান। সমান এক পয়েন্ট করে নিয়ে যথাক্রমে ‘এ’ গ্রুপের তিন ও চারে অবস্থান করছে বাংলাদেশ ও পাকিস্তান। পয়েন্ট সমান হলেও পাকিস্তানের চেয়ে নিট রান রেটে এগিয়ে নাজমুল হোসেন শান্তর দল। এই গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। নিজেদের প্রথম দুটি ম্যাচেই জিতেছে তারা। তৃতীয় ম্যাচে আগামী ২ মার্চ মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।