গাছের ডালে বসে মান-অভিমান ভাঙ্গাতে ব্যস্ত এক জোড়া সবুজ টিয়া পাখি। মার্চ থেকে মে মাস প্রজনন মৌসুমে জোড়া বেঁধে বাচ্চা তোলে এই পাখিরা। বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, পাবনা শহরের জেলাপাড়া এলাকা থেকে তোলা।