শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা অবশ্য কয়েকদিন আগেই শুরু হয়েছে। গাছে গাছে ফুল আর মধু খেতে পাখিদের আনাগোনা সে কথাই জানান দিচ্ছে। রক্ত রাঙা পলাশ ফুলের মধু খেতে ব্যস্ত মৌটুসী পাখি। বুধবার দুপুরে পাবনার গোবিন্দা এলাকায় কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে। ছবি: শাহীন রহমান।