সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।।কুড়িগ্রাম জেলা শহরের ঘোষপাড়া শাপলা চত্বরে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার পর সেখানে দোকানঘর নির্মাণ শুরু হয়েছে। ওই জমির ইজারাদার ব্যক্তির পরিবারের তত্ত্বাবধানে সেখানে দোকান নির্মাণ করা হচ্ছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। গত বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী ও বিক্ষুব্ধ জনতা এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেন জেলা আওয়ামী লীগের কার্যালয়। এর আগে গত ৪ আগস্ট বিকেলে প্রথম দফায় কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন ছাত্র-জনতা। এর পর থেকে আওয়ামী লীগের এই কার্যালয় পরিত্যক্ত ছিল।জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, তাদের জেলা কার্যালয়ের জায়গাটি মূলত রেলের সম্পত্তি। তবে ইজারাদার হিসেবে জায়গাটি শহরের পাওয়ারহাউসপাড়া এলাকার বাসিন্দা নছিয়ত উল্লাহ নামের এক ব্যক্তির নামে রয়েছে। তাঁর কাছ থেকে দুই দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগ মাসিক ভাড়ায় জায়গাটি ব্যবহার করে আসছিল। আওয়ামী লীগ সরকারের টানা তিনবারের শাসনামলের প্রথম দিকে কার্যালয়টির দুই তলা পাকা ভবন করা হয়। বুধবার দুপুরে শহরের ঘোষপাড়া শাপলা চত্বরে গিয়ে দেখা যায়, ইজারাসূত্রে ওই জমির মালিক পরিবারের সদস্য দাবি করা মো. তাজুল ইসলাম শ্রমিক দিয়ে গুঁড়িয়ে দেওয়া ভবনের ইট সরিয়ে নিচ্ছেন। পাশেই কয়েকজন শ্রমিক টিনের বেড়া দিয়ে জায়গাটি ঘিরে রাখছেন। সেখানে দাঁড়িয়ে থেকে কাজের তদারকি করছেন কুড়িগ্রাম পৌর শহরের পাওয়ারহাউস এলাকার বাসিন্দা মো. তাজুল ইসলাম।