নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে রায়গঞ্জ ইউনিয়নের বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাল্যবিবাহ প্রতিরোধে মেয়েদের হ্যান্ডবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত। ১০ ফেব্রুয়ারী দিনব্যাপি রায়গঞ্জ যুব সংগঠনের বাস্তবায়নে , এমজে এসকে এস ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায়, চাইল্ড নট ব্রাইড সিএনবি প্রকল্পের, বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষে হ্যান্ডবল প্রতিযোগীতার মাধ্যমে দু:সাহসী কিশোরী দল তৈরী করার উদ্দ্যেশে হ্যান্ডবল টুর্ণামেন্ট ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন এস আই আবু শাহীন,ইউপি সদস্য ওহাব আলী, রায়গঞ্জ যুব সংগঠনের সভাপতি আবু সাইদ, সাধারন সম্পাদক সুমিরানী, এফএফ রোজিনা খাতুন, খেলা পরিচালক মশিউর রহমান প্রমুখ।