মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ ক্ষেতলালে গ্রাম আদালতের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদের নিয়ে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ক্ষেতলাল উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জিন্নাতুল আরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রাম আদালতের ডিষ্টিক ম্যানেজার রাজিউর রহমান রাজু, উপজেলা কো-অডিনেটর আনন্দ চন্দ্র শীল এবং ৫ ইউনিয়নের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর। উল্লেখ্য গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্পটি ইউরোপিয়ান ইউনিয়ন ইউএনডিপি এবং স্থানীয় সরকার বিভাগের আর্থিক ও কারিগরি সহযোগীতায় বাস্তবায়িত হচ্ছে।