মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: মঙ্গলবার নওগাঁর মহাদেবপুরে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা সদর খাদ্য গুদামে ধান চাল সংগ্রহের উদ্বোধন করেন নওগাঁ-০৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ, দায়িত্বপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান, উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুর রহমান, আওয়ামীলীগ নেতা মুহা. মাহবুবুর রহমান ধলু, ধান চাল মালিক গ্রুপের সভাপতি মো. বেলাল উদ্দীন, বিশিষ্ট ধান চাল ব্যবসায়ী আলহাজ্ব মো. জব্বার হোসেন, মিলন সরকার প্রমুখ।