মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ ঘন কুয়াশা ও কনকনে শীত দমাতে পারেনি কৃষকদের। এ কুয়াশা ও শীত উপেক্ষা করে বোরো চাষে মাঠে নেমেছে নওগাঁর মহাদেবপুর উপজেলার কৃষকরা। গত কয়েকদিন ধরে এ এলাকায় সূর্যের দেখা মেলেনি, তার উপর ঘন কুয়াশা ও হিমেল বাতাসে প্রচন্ড শীত নেমেছে। এর মধ্যেই কৃষকরা শুরু করেছেন বোরো চাষ। মাঠে মাঠে চলছে বোরোর বীজতলা থেকে চারা উত্তোলন ও উত্তোলন করা চারা রোপনের ধুম। উপজেলার মির্জাপুর গ্রামের কৃষক আব্দুল হাকিম বলেন, কুয়াশা ও শীতের প্রকোপ বাড়ায় চারা রোপনের কাজে নিয়োজিত কৃষকদের মাঠে নামতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু উপায় নেই। চারা রোপনের মৌসুম শুরু হওয়ায় বাধ্য হয়ে এ শীতের মধ্যেই চারা রোপন করতে হচ্ছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবার ২৮ হাজার ২ শ ৭০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মাত্র ৩০ ভাগ জমিতে বোরো রোপন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে বোরো চাষের লক্ষ্যমাত্রার চেয়েও এ উপজেলায় এবার বোরো চাষ বেশি হবে।