মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ প্রশাসনের অভিযানের মধ্যেও নওগাঁর মহাদেবপুরে কমেনি চালের দাম। গুদামে গুদামে বিপুল পরিমান চাল মজুত থাকলেও দাম কমাচ্ছেন না ব্যবসায়ীরা। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন রাইস মিলে খোঁজ নিয়ে জানা গেছে, মিলগেটে প্রতিবস্তা (৫০ কেজি) মিটিকেট চাল বিক্রি হচ্ছে ৩ হাজার ১শ টাকায় এবং মোটা জাতের স্বর্ণা-৫ প্রতিবস্তা চাল (৫০ কেজি) বিক্রি হচ্ছে ২ হাজার ৪শ টাকায়। অন্যদিকে প্রশাসনের মজুত বিরোধী অভিযানের কারনে রাইস মিল মালিকরা ধান কেনা কমে দেয়ায় কমেছে ধানের দাম। গত সোমবার উপজেলার বৃহৎ ধানের হাট ছাতুনতলীতে খোঁজ নিয়ে জানা যায় স্বর্ণা-৫ প্রতিমণ ধানের দাম ১শ থেকে ১শ ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ১২শ থেকে ১২শ ২০টাকায়। রাইস মিল মালিকরা ধানের দাম বৃদ্ধির অজুহাতে চালের দাম বৃদ্ধি করলেও ধানের দাম কমার পর চালের দাম কমায়নি। এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমনের এ ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির কোন যৌক্তিক কারন নেই। উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ বলেন, চালের বাজার নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনাসহ নানা পদক্ষেপ নেয়া হয়েছে।