মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জেকে বসেছে শীত। গত ৪-৫ দিন ধরে এ এলাকায় সূর্যের দেখা মেলেনি। তীব্র শীতে ঘর থেকে বের হতে পারছেনা মানুষ। এতে চরম বিপাকে পড়েছে সল্প আয়ের শ্রমজীবি মানুষ। এদিকে শীতের তীব্রতা বাড়ায় সরকারি ভাবে কম্বল বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। কম্বলের আশায় প্রতিদিনই উপজেলা চত্বরে ভীড় করছে শীতার্ত মানুষ। আদর্শ গ্রামের বৃদ্ধা আলেয়া বেগম বলেন, সোমবার সকাল থেকে একটি কম্বলের জন্য তিনি বসে আছেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে, কিন্তু কম্বল পাননি। শুধু আলেয়া বেগমই নয় প্রতিদিনই কম্বলের জন্য এভাবে কয়েকশ নারী পুরুষ ভীড় করছেন উপজেলা চত্বরে। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুলতান হোসেন বলেন, চাহিদার তুলনায় অনেক কম কম্বল বরাদ্দ পাওয়া গেছে। সে কারনে সবাইকে কম্বল দেয়া সম্ভব হচ্ছে না। উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহাগ বলেন, সরকারি ভাবে বরাদ্দ পাওয়া কম্বল উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত মাঝে বিতরণ করা হয়েছে।