বদলগাছী ( নওগাঁ): নওগাঁর বদলগাছীতে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন কে একদলীয় ডামি নির্বাচন আখ্যায়িত করে তা বয়কটের আহবান জানিয়ে পথসভা ও লিফলেট বিতরণ করেছে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। উপজেলার গোবরচাঁপা বাজারের চৌরাস্তার মোড়ে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনের আহবান জানিয়ে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলে হুদা আকন্দ বাবুল। এসময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সহ-সভাপতি রেজাউন্নবী স্যান্ডো, যুগ্ম -সাধারণ সম্পাদক সাইদুর রহমান কেটু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান,রবিউল হাসান, আব্দুর রাজ্জাক, নান্নু রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পথসভা শেষে উপস্থিত জনতা এবং ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন।